কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪ মোবাইল অপারেটর তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি (থ্রিজি) তরঙ্গ নিলাম বরাদ্দ পেয়েছে। রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে থ্রিজি নিলাম অনুষ্ঠানের মাধ্যমে (থ্রিজি) তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়।
মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিতরণের নিলামে ২৫ মেগাহার্টজের জন্য বিড করেছে ৪ কোম্পানি। এর মধ্যে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ, রবি ৫ মেগাহার্টজ, এয়ারটেল ৫ মেগাহার্টজ এবং বাংলালিংক ৫ মেগাহার্টজের তরঙ্গ কিনেছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়েছে।
প্রতি মেগাহার্টেজ জন্য কোম্পানিগুলোকে ২ কোটি ১০ লাখ ডলার পরিশোধ করতে হবে। আর বাকি ১৫ মেগাহার্টজ তরঙ্গ কেনার ব্যাপারে কোনো কোম্পানির আগ্রহ থাকলে তারা নিলাম প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে অতিরিক্ত তরঙ্গ কিনতে পারবে।
থ্রিজি নীতিমালা অনুসারে অপারেটররা ১৫ বছরের জন্য এই লাইসেন্স পাচ্ছে। থ্রিজি লিইসেন্স বিক্রি করে চার বেসরকারি অপারেটরের কাছ থেকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার আয় করবে সরকার।
জানা যায়, ৪০ মেগাহার্জ তরঙ্গের জন্য ৪ কোম্পানি মিলে বিড করেছে ৪৮১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।
জিানা যায়, দুই ধাপে প্রথমে ১০ মেগাহার্টজ ও পরে পাঁচ মেগাহার্টজ তরঙ্গের জন্য এই নিলাম পরিচালনা করেন বিটিআরসির থ্রিজি পরামর্শক আবদুল্লাহ ফেরদৌস।
১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণফোন ২ কোটি ১০ লাখ ডলারের ডাক দেয়। অন্য কোনো অপারেটর এই ডাকে অংশ না নেয়ায় ওই দরেই ১০ মেগাহার্টজ তরঙ্গ জিতে নেয় ৪ কোটি ৪৭ লাখ গ্রাহকের এই মোবাইল অপারেটর।
আবদুল্লাহ ফেরদৌস জানতে চান, ওই দরে আর কেউ ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনতে রাজি আছে কি-না। কিন্তু কেউ তাতে সাড়া না দেয়ায় শুরু হয় নিলামের দ্বিতীয় ধাপ।
এই পর্যায়ে পাঁচ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম ডাকে ২ কোটি ১০ লাখ ডলার দাম হাঁকেন বাংলালিংক, রবি ও এয়ারটেলের কর্মকর্তারা। এরপর আর কেউ দর বাড়াতে রাজি না হওয়ায় সেখানেই শেষ হয় দ্বিতীয় ধাপের নিলাম।
এই নিলামের ফলে ১০ কোটি ৫০ লাখ ডলারে পাঁচ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গের লাইসেন্স পাবে বাংলালিংক, রবি ও এয়ারটেল।
বিটিআরসির হাতে থাকা ৫০ মেগাহার্টজ তরঙ্গের মধ্যে ১০ মেগাহার্টজ পাচ্ছে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। থ্রিজি নীতিমালা অনুযায়ী তাদের নিলামে অংশ নিতে না হলেও নিলামে ওঠা দর অর্থাৎ ২১ কোটি ডলারে ওই তরঙ্গ কিনতে হবে টেলিটককে।
রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে থ্রিজি নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুধ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি আহমেদ তমবি ও এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তরঙ্গ বরাদ্দ নীতিমালা অনুযায়ী একটি অপারেটর সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনতে পারবে। নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ২০ মিলিয়ন ডলার বা প্রায় ১৫৬ কোটি টাকা।
উল্লেখ্য, থ্রিজি তরঙ্গ বরাদ্দ সংক্রান্ত নীতিমালায় দেশী এবং বিদেশী মিলিয়ে ৪টি অপারেটরকে এ লাইসেন্স প্রদানের কথা ছিল। কিন্তু বিদেশী কোনো কোম্পানি নিলামে অংশগ্রহণের জন্য আবেদন করেনি। অন্যদিকে, সিটিসেল নিলামে অংশগ্রহণের জন্য আবেদন করলেও আর্নেষ্ট মানি জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ ৪ অপারেটরই থ্রিজি লাইসেন্স পাচ্ছে।
- See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=02&news_id=28929#sthash.wu6kTiqp.dpuf
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন