চাপমুক্ত থাকতে চায় মার্চেন্ট ব্যাংকগুলো
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
বাজারে সহায়তার জন্য প্যারেন্ট বা অন্য কোম্পানির পক্ষ থেকে দেয়া ঋণের বিষয়ে চাপমুক্ত থাকতে চায় মার্চেন্ট ব্যাংকগুলো। কারণ, সব সময় ঋণের অর্থ পরিশোধের চাপ থাকলে বিনিয়োগের সুযোগ থাকেনা এবং বাজারবান্ধব কার্যক্রম পরিচালনার উৎসাহ হারিয়ে যায় বলে মার্চেন্ট ব্যাংকাররা মনে করছেন। বেশ কয়েকটি মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা এসব কথা জানান।
মার্চেন্ট ব্যাংকারদের মতে, প্যারেন্ট বা অন্য কোম্পানি থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করার কারণে মার্চেন্ট ব্যাংকের বিনিয়াগে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত হয় না। কারণ, ঋণ দানকারী কোম্পানিগুলো তাদের বরাদ্দকৃত অর্থ ফিরে পেতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময় পর পর চাপ দিয়ে থাকে। ফলে এতে মার্চেন্ট ব্যাংকগুলোকে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত হিসেবি থাকতে হয়। পাশাপাশি বাজারে দীর্ঘমন্দা চলতে থাকলে এসব প্রতিষ্ঠান এক রকম বিপদে পড়ে যায়। ঋণ ফেরত দেয়ার চাপ না থাকলে মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ আরো নিরপেক্ষ হবে বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকাররা।
তথ্যানুসন্ধানে জানা যায়, সাধারণত: যেসব মার্চেন্ট ব্যাংক প্যারেন্ট কোম্পানি ছাড়া অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়ে বিনিয়োগ করে তাদের ক্ষেত্রে চাপ বেশি। ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো সব সময় চাপের মধ্যে রাখে মার্চেন্ট ব্যাংকগুলোকে। একই অবস্থা বিভিন্ন ব্রোকারেজ হাউজগুলোতেও।
এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংক প্যারেন্ট কোম্পানির পক্ষ থেকে এক ধরনের চাপে থাকে। এসব কোম্পানি থেকে লোন নিয়ে বিনিয়োগ করার কারণে চাপ দিয়ে থাকে কোম্পানিগুলো। তবে এ চাপ না থাকলে বিনিয়োগের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের সক্রিয়তা আরো বাড়বে।
একই প্রসঙ্গে একটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, যে কোনো বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা করা। প্যারেন্ট কোম্পানিগুলো সে উদ্দেশ্যেই আমাদের ঋণ দেয়। পাশাপাশি একই কারণে আমরাও শেয়ারবাজারে বিনিয়োগ করি। আর মুনাফা করতে পারলে যত দ্রুত সম্ভব আমরা সে ঋণ ফেরত দেবার চেষ্টা করি। এর ওপর যদি আমাদের ঋণ ফেরত দেবার চাপ দেয়া হয় তা অনেক ক্ষেত্রেই বিনিয়োগ প্রভাবিত করে। এটি না থাকলে মার্চেন্ট ব্যাংকের সক্ষমতা আরো বাড়বে।
তিনি আরো বলেন, বর্তমান বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় অনেক অচল পোর্টফলিও সচল হয়েছে। বিনিয়োগকারীদের অনেকে লেনদেন করে কিছুটা মুনাফা করতে পারায় লোনের অর্থ ফেরত দিচ্ছেন। এছাড়া পুন:অর্থায়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পুনরায় লোন পেলে তাদের সক্রিয়তা আরো বাড়বে। ফলে বিনিয়োগকারীদের একাউন্টে আটকে যাওয়া লোনের কিছুটা হলেও ফেরত আসবে। এতে করে মার্চেন্ট ব্যাংকগুলো প্যারেন্ট কোম্পানির লোন ধীরে ধীরে ফেরত দিতে পারবে। - See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=02&news_id=28942#sthash.4x7DAb7T.dpuf
Tags:
Brokerage House,
Merchant Bank,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন