বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম খলিফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি উইং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নূরুল ইসলাম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট বিনিয়োগ বিভাগ ও মানব সম্পদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন।
নূরুল ইসলাম খলিফা ১৯৮৫ সালের ২৯ এপ্রিল ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকের খুলনা জোন প্রধানের দায়িত্বসহ বগুড়া, বরিশাল ও কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে ফিলিপাইন, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য সফর করেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন