পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১৪০ কোটি থেকে বাড়িয়ে ২৮০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন দ্বিগুণ করা হবে।
অনুমোদিত মূলধন অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৪ আগস্ট বেলা ১১টায়, রিভার ভিউ রেস্টুরেন্ট, চট্টগ্রাম বোট ক্লাব, ঘাট-১১ পূর্ব, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন এবং একই স্থানে বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এছাড়া ইজিএম এবং এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুলাই।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন