দেশের প্রধান
শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য
আয় অনুপাত (পিই) ৮.৬১ শতাংশ বেড়েছে। ডিএসই’র
তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৫.১৮। আগের
সপ্তাহে যার পরিমাণ ছিল ১৩.৯৮। অর্থাৎ
সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও কমেছে ১.২ পয়েন্ট বা ৮.৬১ শতাংশ।
গত প্রায় দেড় মাস যাবৎ বাজার কিছুটা স্বাভাবিক আচরণে রয়েছে। এ কারণে সর্বস্তরের বিনিয়োগকারীদের মধ্যে বাজারের
প্রতি আস্থা বেড়েছে। যে কারণে
তারা নতুন করে বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। এরই ধারাবাহিকায় বাজারে সূচকের ঊর্ধ্বমুখী
প্রবণতা দেখা গেছে। আর সূচকের
ঊর্ধ্বমুখীতার কারণেই মূলত: পিই বেড়েছে।
অপরদিকে, সপ্তাহের ব্যবধানে সামান্য পিই
বাড়লেও বাজারে এখনো বিনিয়োগবান্ধব পরিবেশ আছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে
দীর্ঘদিন ধরে পিই রেশিও ১৫’র নিচে অবস্থান করেছে। ধসের পর মন্দায় ২০১১ সালে পিই ১৫’র
নিচে নেমেছিল। দীর্ঘদিন পর
গত সপ্তাহেই তা ১৫ অতিক্রম করেছে। সাধারণ
বিনিয়োগকারীদের আস্থার কারণেই পিই বেড়েছে বলে তারাও মনে করেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন