বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা ঘোষণা এবং বাজারকে স্থিতিশীলতায় আনয়নের লক্ষে অর্থমন্ত্রণালয়ের কর্তৃক পুন:অর্থায়নের ঘোষণার পর থেকে চাঙ্গা অবস্থায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। এর ধারাবাহিতকায় টানা ৪ সপ্তাহ উত্থানে ছিলো উভয় শেয়ারবাজার। তবে গত সপ্তাহ সূচক এবং লেনদেন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। এ নিয়ে টানা দুই সপ্তাহ পতনে সপ্তাহ পার করেছে উভয় শেয়ারবাজার। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স কমেছে ০.৯২ শতাংশ বা ১৩৯.৩২ পয়েন্ট। আর টাকার পরিমাণে লেনদেন ১২ শতাংশ কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছে, যদিও টানা দুই সপ্তাহ সূচকের পতন হয়েছে তবে লেনদেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা বলেন, গত দুই সপ্তাহে বাজারে সামান্য সূচক পতন হয়েছে। তবে লেনদেন দেশে মনে হচ্ছে বাজার স্বাভাবিক গতিতে এগুচ্ছে। তারা আরো বলেন, গত দুই সপ্তাহে বাজারে যে সূচকের পতন হয়েছে তাকে সংশোধনও বলা যেতে পারে।
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইতে ২ কার্যদিবস সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট আর ৩ কার্যদিবস সূচক কমেছে ১২৮ পয়েন্ট। ডিএসইতে চালু হওয়া নতুন সূচক কমেছে ৩৯.৩২ পয়েন্ট বা ০.৯২ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৯৪টির, কমে ১৯১টির, অপরিবর্তিত থাকে ১০টির আর ২টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার লেনদেন হয়নি। অপর দিকে ডিএসই’তে পুরাতন সূচক কমেছে ১১৬.০১ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ।
গত সপ্তাহে ডিএসই’তে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অর্থাৎ গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসই’র মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৭৭ কোটি ০৩ লাখ ২৭ হাজার ৯৬১ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৪ হাজার ৯১৫ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৪০৬ টাকা। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৬৩৮ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৪৪৫ টাকা বা ১২.৯৮ শতাংশ কম লেনদেন হয়েছে। ডিএসই’র গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৫ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৫৯২ টাকা।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন কমেছে। সিএসইতে গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ২ কার্যদিবস সূচক বেড়েছে ১৪৯ পয়েন্ট আর ৩ কার্যদিবস সূচক কমেছে ২৩৮ পয়েন্ট। অর্থাৎ সার্বিকভাবে গত সপ্তাহে সিএসইতে সূচক কমেছে ৯৮.৪৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ। গত সপ্তাহে সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৬৯টির, কমে ১৬১টির আর অপরিবর্তিত থাকে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
গত সপ্তাহে সিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭৩ লাখ ১২ হাজার ০৮০ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৪৮ কোটি ০৬ লাখ ৮২ হাজার ৯৫২ টাকা কম। এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ০৩২ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৪১৬ টাকা। - See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=21&news_id=26491#sthash.y1jZEAG4.dpuf
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন