পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত কোম্পানির নতুন কারখানায় দু’টি নতুন বিস্কুট প্লান্ট (ইউনিট-৬ এবং ইউনিট-৭) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালনা পর্ষদ। নতুন দু’টি লাইন স্থাপনের মাধ্যমে কোম্পানি ক্রিম স্যান্ডউইচ বিস্কুটসহ গুণগত মানসম্পন্ন নতুন নতুন আরও বিস্কুট উৎপাদনে সক্ষম হবে।যা বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করতে সহায়ক হবে।
কোম্পানির বিস্কুট কারখানায় দুইটি লাইনের জন্য আমেরিকান প্রস্তুতকারী প্রতিষ্ঠান পির্টাস স্যান্ডউইচিং-এর তৈরি ক্রিম মেকিং অ্যান্ড স্যান্ডউইচিং মেশিনারিসহ প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রপাতি ইতালি ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে। নতুন স্থাপিত ৬ ও নং ৭ লাইনের জন্য সামগ্রিক প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।
এর মধ্যে ৩৫ কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করা হবে।আর অবশিষ্ট ২৭ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা কোম্পানির নিজস্ব উৎস হতে নেওয়া হবে।
দু’টি নতুন প্লান্টের যৌথ উৎপাদন ক্ষমতা হবে বাৎসরিক ৩০ হাজার টন। নতুন স্থাপিত লাইন দুইটি ২০১৪ সালের ফেব্রুয়ারি বা মার্চে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন