চলতি অর্থ বছরে
(২০১১-২০১২) ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ ত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে
ধারণা করা হচ্ছে। ব্যাংকিং খাতে
তীব্র তারল্য সঙ্কট থাকার পরও এ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমছে না। ইতি মধ্যে চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর)
ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সর্বশেষ
হিসেব অনুযায়ী ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৫ কোটি টাকা। অথচ সরকার এর লক্ষ মাত্রা নির্ধারণ করেছিলো ১৮ হাজার
৯৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ এবং
বৈদেশিক উৎস থেকে মোট ঋণের লক্ষ্যমাত্রা রেখেছে প্রায় আটাশ হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাত থেকে সরকারের অতিমাত্রায়
ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, বেসরকারি
খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে পরছে ব্যাংকিং খাত সহ পুরো আর্থিক
খাত। সরকারকে দ্রুত বিকল্প উৎস থেকে অর্থ
সংগ্রহ করতে পরামর্শ দেন বিশিষ্ট গবেষকরা। অর্থনীতির
পরিভাষায়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার থেকে
এক টাকা ধার করে সরকারকে দিলে অর্থনীতিতে টাকার সরবরাহ বাড়ে সাড়ে চার টাকা।
সূত্র বলছে, সরকার শুধুমাত্রা ট্রেজারি বিল ও বন্ড
বিক্রি করে তফসিলি ব্যাংক থেকে এই সময়ে ঋণ নিয়েছে ৭ হাজার ৯৯৬ কোটি টাকা। যার পরিমাণ গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায়
দ্বিগুণ।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন