বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডিএসইর নতুন পর্ষদ
রবিবার, ১৬ জুন, ২০১৩
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব গঠিত পরিচালনা পর্ষদ রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ডিএসই’র নতুন সভাপতি আহসানুল ইসলাম টিটোর নেতৃত্বে নতুন সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং পরিচালকবৃন্দ দুপুর পৌনে ৪টায় বিএসইসি কার্যালয়ে উপস্থিত হন।
সাক্ষাতকালে বিএসইসির সঙ্গে বর্তমান বাজার প্রসঙ্গ ছাড়াও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags:
DSE,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন