বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার কমিশনের ৪৮৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্যারামাউন্ট টেক্সটাইল ১৮ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৮ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৮৪ কোটি টাকা উত্তোলন করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিষ্ঠানটির মেয়াদী ঋণ পরিশোধের কাজে লাগানো হবে। প্যারামাউন্ট টেক্সটাইলের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন