পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জিপি আইটি ক্রয় করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেনসার হোল্ডিং। তবে এক্সেনসার হোল্ডিং প্রথম পর্যায়ে জিপি আইটি’র মাত্র ৫১ ভাগ শেয়ার কিনছে। পর্যায়ক্রমে বাকি শেয়ারও গ্রামীণ ফোন কোম্পানি বিক্রি করে দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার বিক্রির ব্যাপারে এক্সেনসার ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এক্সেনসার হোল্ডিং নিজ নামে অথবা তার কোনো সহযোগী প্রতিষ্ঠানের নামে এ শেয়ার কিনবে তা এখনো চূড়ান্ত করেনি।
অন্যদিকে কত দামে কোম্পানিটি এ শেয়ার বিক্রি করছে তা জানায়নি গ্রামীণফোন কর্তৃপক্ষ। তবে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষেই কেবল শেয়ার বিক্রির এ প্রস্তাব কার্যকর হবে।
শেয়ারহোল্ডারদের মতামত জানতে গ্রামীণফোন আগামী ১ আগস্ট বেলা সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন