রোববার ন্যাশনাল ব্যাংকের এজিএম
রবিবার, ৯ জুন, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৯ জুন, রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, প্রতিষ্ঠানটির এজিএম বেলা ১১টায়, গ্রান্ড বল রুম, রেডিসান ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজিএমে প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটি এদিন আরো ঘোষনা করে গতবছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.০৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মুল্য ১৫.৭৬ টাকা। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো গত ১৪ মে। এর আগের বছর প্রতিষ্ঠানটি ৬৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
Tags:
AGM,
Dividend
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন