দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচন আগামীকাল ১০ জুন, সোমবার অনুষ্ঠিত হবে।
কাল পরিচালক পদে নির্বাচনের পর আগামী ১৫ জুন ডিএসই’র ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিনই নির্বাচিত পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।
সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ডিএসই ভবনে।
ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য হতে আগ্রহী চারটি পদের জন্য চূড়ান্তভাবে মোট ৮ প্রার্থী অংশ নিচ্ছেন।
নির্বাচনে অংশ নেবেন যে ৮ জন , তাঁরা হলেন- ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগির মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, মডার্ন সিকিউরিটিজের খুজিশতা নূরই নাহরিন, বি অ্যান্ড বি এন্টারপ্রাইজের আজিজুল হক, লতিফ সিকিউরিটিজের লুৎফর রহমান বাদল এবং শাহেদ আবদুল খালেক।
ডিএসই’র বর্তমান পরিচালকদের মধ্যে বর্তমান সভাপতি রকিবুর রহমান, সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, পরিচালক খাজা গোলাম রসুল এবং শরীফ আতাউর রহমান এবছর অবসরে যাবেন। শূন্য পদ পূরণের জন্য এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে স্টক এক্সচেঞ্জের চারজন নতুন পরিচালক নির্বাচিত হবেন। ডিএসই’র পরিচালনা পরিষদের মোট সদস্য সংখ্যা ২৪। এর মধ্যে ১২ পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত হন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন