অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- পুঁজিবাজারে পুনঃঅর্থায়নের নয়শ’ কোটি টাকার যোগান সরকারের ক্যাপিটাল অ্যাকাউন্ট বা চলতি হিসাব থেকে দেওয়া হবে। এটা বাজেটে না থাকলেও বাস্তবায়ন হবে। অর্থমন্ত্রীর এ কথার মাধ্যমেপুঁজিবাজারে পুন:অর্থায়ন নিয়ে সকল সংশয় দূর হলো।
শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজারে পুনঃঅর্থায়ন কোনো অনুদান বা বিশেষ বরাদ্দ নয়। তাই বাজেটে এ তহবিলের প্রস্তাব করা হয়নি। এমনকি বাজেট বক্তৃতায়ও এ নিয়ে আলোচনা করা হয়নি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক সরাসরি ওই তহবিল গঠন করলে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এ কারণে সরকারের চলতি হিসাব থেকে এ অর্থ দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক।”
এর আগে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় পুন:অর্থায়ন বিষয়টি না থাকায় গুজব ছড়ায় সরকর এটি বাতিল করছে। শুক্রবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাজেটে অর্থমন্ত্রীর বক্তৃতায় পুঁজিবাজারে ৯’শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়টি উল্লেখ না করায় বিস্ময় প্রকাশ করেন।
শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংস্থাটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বিস্ময় প্রকাশ করেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন