‘‘রেফারিকে যদি দল
গঠন করতে দেওয়া হয় তাহলে আর যাই হোক সেটা খেলা হবে না।’’ দেশের শেয়ারবাজার নিয়ে
সম্প্রতি আলাপকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান এ কথা
জানান। তিনি
বলেন, রেফারির কাজ খেলা নিয়ন্ত্রণ করা দল গঠন করা না। কোন
দলে কোন খেলোয়াড় আছে তা জানাও রেফারির কাজ না।
রকিব বলেন, বিনিয়োগকারীরা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সর্ম্পকে জানবে, তবে
সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনার কারা তা জানার দরকার নেই। তিনি আরো বলেন, বিএসইসি হবে একটি কঠোর
নজড়দারি কেন্দ্রিক প্রতিষ্ঠান।
বিএসইসি কঠোর নজড়দারি করবে স্টক
ব্রোকার, ডিলার, বিনিয়োগকারী এবং বিশেষ করে যারা বাজার থেকে টাকা উত্তোলন করে
তাদেরকে। এছাড়া
কোম্পানিগুলো কমপ্লায়েন্স পূরণ করছে কি-না তা নজড়দারি করতে হবে। যদি
কেউ তা পরিপালন না করে তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
ব্যবসা করার জন্য ব্রোকারেজ
হাউজ, মার্চেন্ট ব্যাংক ও কোম্পানিকে টাকা উত্তোলন করতে দেওয়া হয়েছে। তবে
ব্যবসা করতে হবে সম্পূর্ণ কমপ্লায়েন্স পালন করে। যেখানে স্বচ্ছতা ও
জবাবদিহিতা বজায় থাকবে বলে জানান তিনি।
রকিবুর রহমান বলেন, পৃথিবীর
সব দেশে শেয়ারবাজার নিয়ে কোনো কোনো ঘটনা ঘটে। সবাই সৎভাবে ব্যবসা করবে
তা ভাবা ঠিক না। তবে
নিয়ন্ত্রক সংস্থা সব সময় কঠোরভাবে নজড়দারি করবে।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে
তিনি অনুরোধ করেন কঠোরভাবে বাজার নজড়দারি করার জন্য। যেসব কোম্পানি টাকা তোলার
আগে ও পরে দুই রকম চেহারা দেখায় সেগুলোকে শাস্তি দিতে হবে। আর ঋণ পরিশোধের কথা বলে
পাবলিকের কাছ থেকে টাকা তুলে ঘি দিয়ে ভাত খাওয়া বন্ধ করা দরকার বলে মনে করেন তিনি।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন