তালিকাভুক্তির
অনুমোদন পাওয়া জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের লেনদেন আগামী ১৯ জুন,
বুধবার
থেকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির ক্যাটাগরি নির্ধারণ করা
হয়েছে ‘এ’, ডিএসই ট্রেডিং
কোড "JMISMDL " এবং ডিএসই
কোম্পানি কোড-১৮৪৮৭।
এর আগে গত ১২ জুন ডিএসই’র পরিচালনা
পর্ষদ জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
তালিকাভুক্ত রয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন