সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমলেও লেনদেন
বেড়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক প্রথমে
কিছুটা বাড়লেও পরে কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট
কমে চার হাজার ১৬৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের
দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫২৬ পয়েন্ট।
ডিএসইতে সারা দিনে ৮২১ কোটি
টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে
৬ কোটি টাকা বেশি । রোববার লেনদেন হয় ৮১৫ কোটি টাকা, যা ছিল সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ ।
এর আগে ২০১২ সালের ৩ অক্টোবর
ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল। সোমবারের লেনদেনে
দাম বেড়েছে ১২৭টি শেয়ারের, কমেছে ১৪২টির এবং
অপরিবর্তিত ছিল ২০টি শেয়ারের দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার
ডিএসইর সূচকে ৯৯ পয়েন্ট যোগ হয়। গত সপ্তাহে ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচক ২৬৬
পয়েন্ট বাড়ে; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন