বর্তমানে
তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর গড় পিই ১৫.৩৩। এর মধ্যে তালিকাভুক্ত ৩৪টি
জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ১৮টির পিই রেশিও এ খাতের গড় পিই’র নিচে অবস্থান করছে। কোম্পানিগুলো হলো: নদার্ন
ইন্স্যুরেন্স (৭.৫৫), পাইওনিয়ার ইন্স্যুরেন্স (৯.৩০), ইস্টার্ন ইন্স্যুরেন্স (১০.৪৭), বিজিআইসি (১০.৭৮), গ্লোবাল ইন্স্যুরেন্স (১০.৮২), গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স (১০.৮৪), রিলায়েন্স ইন্স্যুরেন্স (১০.৮৬), সেন্ট্রাল ইন্স্যুরেন্স (১১.০২), কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স (১১.১৬), মার্কেন্টাইল ইন্স্যুরেন্স (১১.৭৬), প্রগতি ইন্স্যুরেন্স (১১.৯২), এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স (১২.৫০), পিপলস ইন্স্যুরেন্স (২৮.৮০), প্রভাতী ইন্স্যুরেন্স (১৩.৭৩), স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স (১৪.৪০), ইসলামী ইন্স্যুরেন্স (১৪.৫২), ফিনিক্স ইন্স্যুরেন্স (১৪.৯৩) এবং
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স (১৫)। এরমধ্যে এক অংকের পিই’র ঘরে রয়েছে কেবল নদার্ন ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার
ইন্স্যুরেন্সের শেয়ার।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন