সরকারের শেষ
সময়ে তফসিলী ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবনতা বেড়েছে। চলতি ২০১২-২০১৩ অর্থবছরের
গত ১ জুলাই থেকে ৩ জুন পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের নিট ঋণগ্রহণের
পরিমান দাঁড়িয়েছে ২২ হাজার ৬৩৯ কোটি ৩০ লাখ টাকা।
এর আগে
প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) তফসিলি ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ
ছিল ১০ হাজার ৬২৭ কোটি ৪৩ লাখ টাকা। আর গত ৫ মাস তিন দিনে ঋণ নিয়েছে ১২
হাজার ১১ কোটি ৮৭ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
পাওয়া গেছে।
যদিও সামগ্রিক
হিসাবে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ এখনো আগের বছরের
চেয়ে কম। তবে
তফসিলি ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ বেড়েছে অনেক। এই সময়ে
বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। উল্টো আগের নেয়া ঋণের ৮ হাজার
৬ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছে। অর্থাৎ সামগ্রিক ব্যাংক ব্যবস্থা থেকে
গত ১১ মাসে সরকারের নিট ঋণ নেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩২ কোটি ৬০
লাখ টাকা।
এ
বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক অর্থনীতিবিদ বলেন, মূল্যস্ফীতি
সহনীয় পর্যায়ে রাখতেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে অন্য
ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তার মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার
ঋণ নিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়। এর
স্বাভাবিক প্রতিক্রিয়ায় বাড়ে মূল্যস্ফীতি।
কিন্তু ব্যবসায়ী
নেতারা বলেন, ব্যাংকগুলো থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ
প্রবাহ কমে যায়। আর
বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন