
ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল তাদের রাইট শেয়ার সাবস্ক্রিপশন এর তারিখ ঘোষণা করেছে। আগামী ০১.০৮.২০১৩ থেকে ২৬.০৮.২০১৩ তারিখের মধ্যে সাবস্ক্রিপশন করা যাবে। এই জন্য রেকর্ড ডেট আগামী ১৫.০৭.২০১৩।
কোম্পানিটি গত ২৮.০৩.২০১৩ তারিখে ১R:৩ রাইট শেয়ারের ঘোষণা দেয় ফেস ভ্যালুতে।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৮.০৬.২০১৩ তারিখে নিয়ন্ত্রন সংস্থা বিএসইসি রাইট শেয়ারের অনুমোদন দেয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন