সোনালী ব্যাংকের এমডিকে গভর্নরের চূড়ান্ত হুশিয়ারি!
শুক্রবার, ১৪ জুন, ২০১৩
হলমার্ক সংশ্লিষ্ট স্বীকৃত বিল পরিশোধ করতে সোনালী ব্যাংকে কঠোর নিদের্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্তকে ডেকে পাঠান গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হলমার্ক সংশ্লিষ্ট স্বীকৃত বিল পরিশোধ করে দেশের বেসরকারি ২৬টি ব্যাংক হাজার কোটি টাকা পাবে সোনালী ব্যাংকের কাছে। কিন্তু দীর্ঘ এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সোনালী ব্যাংক সেগুলো পরিশোধ করেনি। বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কয়েক দফা তাগাদা দিলেও কোনো সুরাহা হয়নি। এরপর বৃহস্পতিবার খোদ গভর্নর এমডিকে ডেকে পাঠান। সূত্র জানায়, এমডি যতো দ্রুত সম্ভব দেনা পরিশোধের করে দেবেন বলে জানিয়েছেন গভর্নরকে। তবে গভর্নর তাকে দুই সপ্তাহ সময় দিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, বেসরকারি ২৬ ব্যাংকের দেনা পরিশোধে চলতি জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংক মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল নিষ্পত্তির ক্ষেত্রে সোনালী ব্যাংককে কিছু নির্দেশনা দেয়। সোনালী ব্যাংক দুদকের মামলার অজুহাতে মূলত এসব দেনা পরিশোধে বিলম্ব করেতে থাকে।বৈঠক সূত্র বলছে, নির্দেশনা মোতাবেক সোনালী ব্যাংক লিমিটেডের হোটেল শেরাটন শাখা যে সকল অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করেছে এবং বিলে স্বীকৃতি প্রদান করেছে সে সকল স্বীকৃত বিল দুদকের তদন্তাধীন থাকা অবস্থাতেও জাতীয় ও আন্তর্জাতিক উত্তম ব্যাংকিং নিয়মনীতি অনুসরণ করে সোনালী ব্যাংককে তা স্বীয় বিবেচনায় পরিশোধ করতে বলা হয়েছে। এছাড়া, সোনালী ব্যাংকের যে সকল গ্রাহকের বিল দুদকে তদন্তাধীন রয়েছে সে সকল গ্রাহকের বিল ছাড়া অন্য বিলগুলো যথানিয়মে পরিশোধ করা হচ্ছে এ দাবির সপক্ষে প্রমাণ হিসেবে জুন’২০১২ থেকে মার্চ’২০১৩ পর্যন্ত সোনালী ব্যাংক কর্তৃক যে সকল স্বীকৃত বিল পরিশোধ করা হয়েছে তার তালিকা দশ কার্যদিবসের মধ্যে দাখিল করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় সবগুলো সোনালী ব্যাংকের কাছে পাওনাদার। তারা বিভিন্ন সময় দেন দরবার করে টাকা তুলতে পারেনি। ব্যাংকগুলো একক ভাবে, গোষ্ঠীগত ভাবে এবং তাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বার বার বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে আসছিলো। বাংলাদেশ ব্যাংকও কয়েকবার বলেছে। কোনো ব্যবস্থা না নেওয়ায় এমডিকে ডেকে পাঠানো হয়। এদিকে, বিভিন্ন ব্যাংকের মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। একজন নির্বাহী পরিচালক এর নেতৃত্ব দিচ্ছেন। এ কমিটি সময়ে সময়ে বৈঠক করে বিল পরিশোধের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। সমস্যা সমাধানে ব্যাংকগুলো এখানে অভিযোগ নিয়েও যেতে পারে। তবে এ ব্যাপারে কয়েক দফা সোনালী ব্যাংকের এমডিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
Tags:
Bank News,
Business News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন