চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে
শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ এসেছে নিট ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা। আর মাসের ব্যবধানে বিদেশী
বিনিয়োগ বেড়েছে প্রায় ২১ শতাংশ । গত নভেম্বর মাসে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ হয়েছে ২৭৬
কোটি ৭২ লাখ টাকা। যা আগের মাস অক্টোবরে ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে
নিট বিদেশী বিনিয়োগ বেড়েছে ৪৮ কোটি ৩৭ লাখ টাকা বা ২১ দশমিক ১৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে
এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে
শেয়ারবাজারে বিদেশি নিট বিনিয়োগ ছিল ১৮৮ কোটি ৫৪ লাখ টাকা, আগস্ট মাসে ১৫০ কোটি ৪০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৮৪ কোটি ৬৪ লাখ
টাকা,
অক্টোবর মাসে ২২৮ কোটি
৩৫ লাখ টাকা এবং নভেম্বর মাসে নিট বিদেশী বিনিয়আগ ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের ৫ মাসেই
বিদেশী নিট বিনিয়োগ বেড়েছে। এ পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী নিট বিনিয়োগ হয়েছে ৯২৮ কোটি
৬৫ লাখ টাকা।
এদিকে বিদেশী নিট
বিনিয়োগের পাশাপাশি তাদের লেনদেনও বেড়েছে। নভেম্বর শেষে বিদেশীদের মোট শেয়ার লেনদেনের পরিমাণ
দাঁড়িয়েছে ৪০৮ কোটি ১৫ লাখ টাকা। অক্টোবর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩০৫ কোটি ৩৫ লাখ
টাকার শেয়ার লেনদেন করেছিল। এক মাসে বিদেশী বিনিয়োগকারীদের সার্বিক লেনদেন বেড়েছে ১০২
কোটি ৮০ লাখ টাকা বেড়েছে, যা ৩৩.৬৬ শতাংশ।
এদিকে বাজার সংশ্লিষ্টরা জানান, বিদেশী বিনিয়োগের সাথে সাথে
দেশের প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরাও বাজারে বড় অংকের বিনিয়োগ নিয়ে আসছেন। তবে তারা প্রতিদিন সক্রিয় হচ্ছেন
না। যেদিন সক্রিয় হন, সেদিন বাজারের লেনদেন বেড়ে যায়
এবং সূচক ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। তাই তারা কম দরে শেয়ার সংগ্রহ করার জন্য বিরতি দিয়ে
শেয়ার সংগ্রহ করছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বিদেশী এবং দেশী উভয়
বিনিয়োগই বাড়ছে। এতেই বোঝা যায়, সামনে শেয়ারবাজারের জন্য সুদিন অপেক্ষা করছে। এখনই বিনিয়োগরে সর্বোত্তম সময়। কারণ বিদেশীরা হিসাব-নিকাশ না
করে বিনিয়োগে আসেন না। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু বিদেশী কোনো বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায় না।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত
বিনিয়োগই ইঙ্গিত দেয় বিনিয়োগের এখনই সময়। রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারের সূচক এখন যেখানে
রয়েছে তা বিনিয়োগের জন্য অবশ্যই অনুকূল। তার বলছেন, রাজনৈতিক পরিস্থিতি যদি কিছুটাও ভালো হয়, তাহলেও শেয়ারবাজার অনেক ভালো হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি শান্ত
হয়ে যায়, তাহলে শেয়ারবাজারের চিত্র আমূল পাল্টে যাবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন