ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের
পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ
ছাড়ের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের (বিবি) কাছে বাড়ানোর প্রস্তাব
করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। মঙ্গলবার বিবি এবং ডিএসইর এক বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করে বিবি।
বৈঠকে পুনঃঅর্থায়নের বাকি ৬০০ কোটি
টাকা দ্রুত ছাড়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা
হয়েছে।
মিনহাজ মান্নান জানান, আজ বিবির সঙ্গে
ডিএসইর বৈঠক হয়েছে। বৈঠকে ডিএসইর পক্ষ থেকে বিবির
কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধারা হয়েছে। এর মধ্যে আনরিয়েলাইজ লসের প্রভিশন সংরক্ষণ ছাড়ের সময় বৃদ্ধি, পুনঃঅর্থায়নের বাকি
অর্থ দ্রুত ছাড়। এছাড়া শেয়ারবাজারের সার্বিক দিক
নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরো জানান, এ সব প্রস্তাব
সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। পাশাপাশি প্রস্তাবিত বিষয়ে বিলম্ব এবং শেয়ারবাজারের সার্বিক
পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে বিবি।
বৈঠকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা স্টক
এক্সচেঞ্জের সভাপতি আহসানুল ইসলাম টিটু, ডিএসইর সহসভাপতি মো. মিজানুর রহমান এবং মো. শাহজাহান
উপস্থিত ছিলেন।
এর
আগে গত ১৮ নভেম্বর এক বৈঠকে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো আনরিয়েলাইজড লসের
বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরো দুবছর বাড়ানোর দাবি জানিয়েছিল ডিএসইর কাছে। বৈঠক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫
হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছে। কমিশনের
সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের
বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবে। কিন্তু ২২টি
ব্যাংক এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি।
এ
ব্যাপারে ব্রোকাররা ডিএসইর কাছে লিখিত আবেদন জানায়। ওই
আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসই বোর্ড সভায় সদস্যদের সম্মতি নিয়ে তা বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করার
সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিবি-ডিএসই বৈঠক
অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ
থেকে শতভাগের পরিবর্তে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণের
সুবিধা দেয়া হয়। এ প্রভিশন সংরক্ষণের জন্য চলতি ডিসেম্বর
পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন