বাংলাদেশ ব্যাংকসহ বৃহস্পতিবার খোলা থাকবেসব ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক পঞ্জিকায় (ক্যালেন্ডার) ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ঘোষনা করা হলেও তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আশুরা উপলক্ষ্যে শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক বছরের শুরুতে ব্যাংকের ছুটির দিনগুলো নির্ধারণ করে একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) প্রকাশ করে থাকে। তাতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার আশুরা উপলক্ষ্যে ছুটি উল্লেখ করা হয়।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ১৫ নভেম্বর শুক্রবার আশুরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সার্কুলারে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আশুরা উপলক্ষ্যে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
১৮৮১ সালের নেগোসিয়েবল ইনষ্ট্রুমেন্ট এ্যাক্ট এর ২৫ ধারা অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন