মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নির্দিষ্ট পরিমাণের ২৫.৪৯ গুণ টাকা জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মোট ৭০০ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকার আবেদন জমা পড়েছে, যা নিদিষ্ট পরিমাণ টাকার চেয়ে ২৫.৪৯ গুণ জমা পড়েছে।
প্রতিষ্ঠানটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৪৯৩ কোটি ৬৬ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে থেকে ৫৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৯ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছে থেকে ১২১ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
এর আগে গত ৩ নভেম্বর, রোববার থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন জমা নেয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৬ নভেম্বর পর্যন্ত।
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের উদ্দেশ্যে আইপিওর মাধ্যমে ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধ ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা এবং আইপিও খাতে ১৩ কোটি ৫০ লাখ ৫ হাজর টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯.৫৬ টাকা।
প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর এ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন