চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জ (সেফ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ে সেফ’র নির্বাহী পর্ষদের সভায় তিনি আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন।
জানা গেছে, দক্ষিণ এশিয়াভুক্ত কয়েকটি দেশের স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে ২০০০ সালের ১৬ জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগে সেফ গঠন করা হয়। ২০০৮ সালের ৮ ডিসেম্বর সেফ সার্কের স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
সেফভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়াও মরিশাস, সংযুক্ত আরব আমিরাত এবং কাজাখস্তানের কয়েকটি স্টক এক্সচেঞ্জও এখানে প্রতিনিধিত্ব করে।
এ সব দেশগুলোর স্টক এক্সচেঞ্জ, কমোডিটি এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কর্পোরেশন এই সংস্থাটির অন্তর্ভুক্ত। বর্তমানে সেফ-এর সদস্য সংখ্যা ৩৪। ২০০০ সালে সিএসই-র উদ্যোগে সেফ গঠনের ১২ বছর পর সিএসই থেকে সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হলো।
সেফ’র সভায় যোগদানের জন্য গত ২ জুলাই সিএসই সভাপতি আল মারুফ খান ভারতের মুম্বাই যান।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন