পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স দুইশ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড আনছে। এর নাম হবে ‘ভ্যানগার্ড এমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান’।
সোমবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) অডিটোরিয়ামে এ বিষয়ে বিডি ফিন্যান্স ও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে এবং বিডি ফিন্যান্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে দুটি চুক্তি সই হয়।
বিডি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজউদ্দিন সরকার, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াকার আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা একে আজিজুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে এ মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। এ ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
আরো জানানো হয়, দুইশ কোটি টাকার এ ফান্ডের ২০ কোটি টাকা প্রদান করছে স্পন্সর প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স। প্রি-আইপিও থেকে সংগ্রহ করা হবে একশ কোটি টাকা এবং অবশিষ্ট ৮০ কোটি টাকা আইপিও’র মাধ্যমে সংগ্রহ করা হবে ক্ষুদ্র, বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ড ও অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিডি ফিন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন