পুঁজিবাজার তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, তার ওয়ারেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে; যা শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়।
এছাড়া সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৯০ দশমিক ৭৬ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন