বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএসএল) কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী রোববার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী রোববার অর্থাৎ ২১ জুন থেকে প্রতিষ্ঠানির আইপিও আবেদন শুরু হবে। চলবে ২৫ জুন পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকছে ১ আগস্ট পর্যন্ত।
আইপিওর মাধ্যমে বিবিএসএল পুঁজিবাজারে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে মোট ১৪ কোটি টাকা উত্তোলন করবে। কোন প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তেলিত টাকা ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) খরচ খাতে ব্যয় করা হবে।
২০১২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৩ দশমিক ০৭ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৫৮ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে আছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিবিএসএল মূলত প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং তৈরি করে। শিল্প কারখানা, গুদাম, হলরুম ইত্যাদি হিসেবে এসব ভবন ব্যবহৃত হয়। এরইমধ্যে কয়েকশ ভবন তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের মধ্যে রয়েছে বসুন্ধরা, গ্রামীণফোন, মবিল যমুনা, এসিআই, পলমল গ্রুপ, পারটেক্স গ্রুপ, যমুনা গ্রুপ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজিপুর চৌরাস্তার কাছে প্রতিষ্ঠানটির কারখানা।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৪৮২তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে আইপিওর মাধ্যমে টাকা তোলার অনুমোদন দেয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন