ইএমইএস সিকিউরিটিজ লিমিটেডকে স্টক-ডিলার সনদ প্রদান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এই স্টক-ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করলো। ইএমইএস’র রেজিস্ট্রেশন সনদ নং- REG.-3.1/DSE-155/2013/499। ছয় ডিজিটের আইডি হচ্ছে DLRSAM ও কোম্পানির কোড ২০০১৫৫ এবং ডিএসই সদস্য নং-১৫৫।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন