পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক, ইউসিবিএল ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরএসএল) ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে প্রাইম ব্যাংককে দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।
একই রেটিং প্রতিষ্ঠান ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে ইউসিবিএলকে দীর্ঘ মেয়াদের জন্য ‘এ+’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।
সাউথইস্ট ব্যাংকের রেটিং প্রদান সংক্রান্ত কাজও করেছে সিআরইসএল। এ রেটিং প্রতিষ্ঠানটি ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে সাউথইস্ট ব্যংককে দীর্ঘমেয়াদের জন্য ‘এএ-’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন