পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের পরিচালক রেজাউল করিম আনসারী প্রতিষ্ঠানটির সাত লাখ চার হাজার পাঁচশ’ ৪২টি শেয়ার তার স্ত্রী ও তিন ছেলের কাছ থেকে লেনদেন প্রক্রিয়ার বাইরে উপহার হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিলে ৩০ কার্যদিবসের মধ্যে উপহার হিসেবে শেয়ার গ্রহণ করার কার্যক্রম সম্পন্ন করা হবে।
মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেজাউল করিম আনসারী সাত লাখ চার হাজার পাঁচশ’ ৪২টি শেয়ারের মধ্যে তার স্ত্রী মরিয়ম আখতারের কাছ থেকে দুই লাখ ৭৯ হাজার একশ’ ১১টি শেয়ার উপহার হিসেবে নেবেন।
বাকি শেয়ারে নেবেন তিন ছেলের কাছ থেকে। এরমধ্যে মো. মাহমুদুল করিম আনসারীর (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছ থেকে একলাখ ৮২ হাজার তিনশ’ ২৮টি, মো. মমতাজুল করিম আনসারীর (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছ থেকে একলাখ ৮২ হাজার তিশ’ ২৮টি এবং মো. রেদয়ানুল করিম আনসারীর কাছ থেকে ৬০ হাজার ৭সাতশ’ ৭৫টি শেয়ার উপহার হিসেবে নেবেন যমুনা ব্যাংকের পরিচালক।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন