দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে।
উল্লেখ্য, ১ জুলাই সোমবার ব্যাংক হলিডে থাকার কারণে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে।
এদিন ডিএসই‘তে মোট লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবস অর্থাৎ রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিট পর সকাল ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৭৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৮৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ৯০ পযেন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ৮২ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক প্রায় ১০০ পয়েন্ট বাড়ে এবং ১টায় সূচক ১১৫ পয়েন্ট বাড়ে। লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ১১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে।
অন্যদিকে, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮ পয়েন্টে। লেনদেন শেষে ডিএসতে ২৫৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১১৯ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৭৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটো, যমুনা অয়েল, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, পদ্মা অয়েল, কনফিডেন্স সিমেন্ট এবং তিতাস গ্যাস।
অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সাধারণ সূচক ২২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৯১ পয়েন্টে।
এদিন সিএসই’তে লেনদেন হয়েছে মোট ৫৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন