যুক্তরাষ্ট্রের দেয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি স্থগিতের প্রভাব পড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এই দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে সবকটি মূল্যসূচকও।
ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় ৭৫ কোটি ৯৩ লাখ টাকা কম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৮১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের (বৃহস্পতিবার) লেনদেনের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১০৪ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কমেছে ১৬১টি আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ২২ লাখ টাকার।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট ও আফতাব অটোমোবাইলস।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮০৭০ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ১৯ লাখ টাকার।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন