জনতা ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার জনতা ব্যাংক লিমিটেডের বোর্ড রুমে এ সভাটি অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. আর এম দেবনাথ। সভায় ২০১২ সালের কোম্পানির সার্বিক কর্মকান্ড সম্পর্কে শেয়ারহোল্ডারগণ আলোচনা করেন। মার্চেন্ট ব্যাংক হিসাবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) ইস্যু ব্যবস্থাপনা, আন্ডার রাইটিং ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় পুঁজি বাজারে সক্রিয় অংশগ্রহণে ইতিমধ্যে সাফল্যের প্রমাণ রেখেছে।
সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির ২০১২ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন। কোম্পানির মোট আয় এবং অপারেটিং মুনাফা পূর্বের বছরের তুলনায় যথাক্রমে ৫৫ শতাংশ এবং ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবসরপ্রাপ্ত পরিচালকবৃন্দ বার্ষিক সাধারণ সভায় ঐক্যমতের ভিত্তিতে পুনঃনির্বাচিত হন।
শেয়ারহোল্ডারগণ আশা প্রকাশ করেন, ২০১৩ সালেও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেয়ারম্যান কোম্পানির সার্বিক কর্মকান্ডে জেসিআইএলের বোর্ড এবং হোল্ডিং কোম্পানির পরিচালকবৃন্দের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্ষিক সাধারণ সভায় হোল্ডিং কোম্পানি, জনতা ব্যাংক লিমিটেডের প্রতিনিধিসহ পরিচালক পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন