উপকমিটি থেকে লালীর পদত্যাগ
মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩
ডিমিউচ্যুয়ালাইজেশন
ও অর্গানোগ্রাম এ্যামেন্ডমেন্ট উপকমিটি থেকে পদত্যাগ করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী। মঙ্গলবার
ডিএসইর নবনির্বাচিত প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটুর কাছে এ পদত্যাগপত্র জমা দেন
বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন। আহমেদ
রশীদ লালী বলেন, সম্প্রতি ডিএসইর নতুন পরিচালনা পর্ষদ
গঠিত হয়েছে। তাঁদের কাজের
সুবিধার্থে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পদত্যাগপত্র গ্রহণ হয়েছে কি না জানতে চাইলে তিনি
বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তাঁরা গ্রহণ করুক বা না করুক আমি এ পদ থেকে সরে
এসেছি। তবে আমি আশা
করছি তারা এটা গ্রহণ করবে।
Tags:
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন