চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক পদে মোট চারজন
পরিচালককে অনুমোদন ও পুনর্নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশন (বিএসইসি)। চারজন
পরিচালকের মধ্যে দুইজন মনোনীত এবং দুইজন পুনর্নিয়োগপ্রাপ্ত।
গত ১২ জুন মনোনীত
পরিচালকের অনুমোদনের বিষয়ে বিএসইসি’র পরিচালক মো. মনসুর রহমান
স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বিএসই’র
অনুমোদিত মনোনীত দুই পরিচালক হলেন- আইসিএবি’র প্রেসিডেন্ট
আবদুস সালাম, এফবিসিসিআই’র
প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। আর পুনর্নিয়োগের
অনুমোদন পাওয়া দুই পরিচালক হলেন- আবুল কে এ মুবিন ও মাইনুল ইসলাম মাসুদ।
চিঠিতে উল্লেখ করা
হয়, সিএসই’র গত ৯ ও ১২ মে তারিখের
আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক দিক বিবেচনা করে মনোনীত পরিচালক পদে মোট
চারজন পরিচালককে অনুমোদন ও পুনর্নিয়োগ দিয়েছে। এছাড়া চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০০০ অনুসারে মনোনীত পরিচালক হিসেবে অনুমোদন ও
পুনর্নিয়োগ দেওয়া হয়।
এর আগে বিএসইসি’র ৪৮০তম কমিশন সভায়
সিএসই’র মনোনীত পরিচালক পদে চারজন পরিচালককে বিষয়টি
অনুমোদন দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০০০ অনুযায়ী সিএসই’র
পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক হিসেবে সম্মানিত ব্যক্তির ক্যাটাগরিতে মিসেস
পারভিন মাহমুদের পরিবর্তে আবদুস সালামকে এবং একে আজাদের পরিবর্তে কাজী আকরাম
উদ্দিন আহমেদকে অনুমোদন দেওয়া হয়।
সভায় আরো সিদ্ধান্ত
হয়, সিএসই’র পরিচালনা পর্ষদের
মনোনীত পরিচালক হিসেবে সম্মানিত ব্যক্তির ক্যাটাগরিতে আবুল কে এ মুবিন ও মাইনুল
ইসলাম মাসুদকে পুনর্নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন