ফার্স্ট লিজ ফিন্যান্সের রাইট শেয়ার অনুমোদন
মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩
রাইট শেয়ার ছেড়ে
ফার্স্ট লিজ ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে মূলধন বৃদ্ধির অনুমোদন
দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৪৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান
সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। জানা যায়, বিএসইসির
নির্দেশনা অনুযায়ী ফার্স্ট লিজ পুঁজিবাজারে ২ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৯০০টি সাধারণ
শেয়ারের বিপরীতে ১আর:৩ অনুপাতে (৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার
ছাড়বে। প্রতিটি শেয়ার
ফেস ভ্যালু অর্থাৎ ১০ টাকায় ছাড়া হবে। রাইট
শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটির মূলধন পর্যাপ্ততা সংক্রান্ত বাংলাদেশ
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চাহিদা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালী করতে পারবে। এই রাইট শেয়ার ইস্যুর দায়িত্ব পালন করছে বেনকো
ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
Tags:
Finance,
Right Share
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন