চার কোম্পানির এজিএম বৃহস্পতিবার
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হলো- ঢাকা ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, কনফিডেন্স সিমেন্ট এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ঢাকা ইন্সুরেন্স কোম্পানির এজিএম বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ঢাকা; সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির এজিএম বেলা ১১টায় অফিসার্স ক্লাব, ২৬, বেইলি রোড ঢাকা; কনফিডেন্স সিমেন্ট কোম্পানির এজিএম বেলা ১১টায় চট্টগ্রামের ফ্যাক্টরি প্রাঙ্গণে এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানির এজিএম বেলা ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
ঢাকা ইন্সুরেন্স: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৮৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮ দশমিক ০২ টাকা।
সেন্ট্রাল ইন্সুরেন্স: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২১ দশমিক ৩৩ টাকা।
কনফিডেন্স সিমেন্ট: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ২৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৯০ দশমিক ৭৬ টাকা।
ইনফরমেশন সার্ভিস: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮ দশমিক ১৮ টাকা।
Tags:
AGM
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন