ঢাকা স্টক এক্সচেঞ্জের
(ডিএসই) নতুন সভাপতি হতে যাচ্ছেন আহসানুল ইসলাম টিটু। অপর প্রার্থী ডিএসই’র
বর্তমান সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালীর চেয়ে বড় ব্যবধানে তিনি এগিয়ে আছেন।
সূত্র মতে, টিটু ও লালী ছাড়া ডিএসই’র
সদস্যদের মধ্য থেকে নির্বাচিত বাকি ১০ জন পরিচালকের মধ্যে টিটুর পক্ষে ছয়জন। বাকি চারজনের মধ্যে
দুইজন লালীর পক্ষে। অবশিষ্ট
দুইজন নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।
আর্থাৎ যাদের ভোটে
ডিএসই সভাপতি নির্বাচিত হবেন সেই পরিচালকদের ৬০ শতাংশই রয়েছেন টিটুর পক্ষে। সে হিসেবে টিটুই হতে
যাচ্ছেন ডিএসই’র নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত শেষ সভাপতি।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার ডিএসই’র
সভাকক্ষে পরিচালকের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিটু ও লালী
ছাড়া বাকি ১০ জন পরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা
যায়, সিংহভাগ সদস্য টিটুকে সভাপতি করার বিষয়ে
একমত। লালীকেও সভাপতি করতে
চাচ্ছেন একটি পক্ষ। তবে এ
পক্ষে সদস্য সংখ্যা তুলনামূলক কম।
সূত্র জানায়, গতবার সভাপতি নির্বাচনের সময়ও টিটু এগিয়ে ছিলেন। কিন্তু টিটু স্বেচ্ছায়
সভাপতির পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। তবে এবার সভাপতি হতে
বেশ আগ্রহী টিটু।
তাছাড়া সরকার
নির্বাচনী বছরে শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে বেশ বদ্ধপরিকর। টিটুর ওপর সরকারেরও
সুনজর রয়েছে। পুঁজিবাজারের
বর্তমান পরিস্থিতিতে টিটুর ওপরই আস্থাও রাখতে চাচ্ছেন সবাই।
যোগাযোগ করা হলে
আহসানুল ইসলাম টিটু বাংলানিউজকে বলেন, ডিএসই
সভাপতির পদ খুবই সম্মানের। যদি বাকি সদস্যরা আমার ওপর আস্থা রাখেন, আমাকে যোগ্য মনে করেন তবে আমি ডিএসই’র
সভাপতি পদের দায়িত্ব নিতে প্রস্তুত।
তিনি বলেন, ডিএসই’র সদস্যরা সবাই একটি পরিবারের
সদস্য। শনিবার
সকলে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন কে ডিএসই’র সভাপতি হবেন।
যেই ডিএসই’র
সভাপতি হোক, আমরা সবাই একত্রে কাজ
করবো। সামনের দিনগুলোতে যেন
স্টক এক্সচেঞ্জের ভালো হয় এবং ডিমিউচ্যুয়ালাইজেশন সুন্দরভাবে হয় সেটিই হবে আমাদের
মূল লক্ষ্য, বলেন টিটু।
উল্লেখ্য, আগামী শনিবার ডিএসই’র
বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর প্রথম পরিচালনা পরিষদের বৈঠকের মাধ্যমে ডিএসই
সভাপতি নির্বাচন করা হবে।
এদিকে আগামী
নভেম্বরের মধ্যে ডিমিউচ্যুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে
ব্যবস্থাপনা পৃথক হওয়ার কথা রয়েছে।
সে হিসেবে সভাপতিসহ
নতুন কমিটির মেয়াদ হবে ছয় মাসের মত। ডিমিউচ্যুয়ালাইজেশন হলে পরবর্তী এজিএমের মাধ্যমে এ কমিটি ভেঙে
যাবে। এরপর ডিএসই সদস্যরা আর
সভাপতি হতে পারবেন না। সভাপতি
হবেন নিরপেক্ষ পরিচালকদের মধ্য থেকে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন