স্টক
এক্সচেঞ্জের পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখন থেকে আর ছাড়পত্র বা
অনাপত্তিপত্র গ্রহণের জন্য প্রাথমিক সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) নিতে হবে না। এ সংক্রান্ত বাধ্যবাধকতা বাতিল করেছে নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসি’র
৪৮৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন
দাখিলের আগে বিএসইসি’র ছাড়পত্র বা অনাপত্তিপত্র গ্রহণের
জন্য প্রাথমিক সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) নেয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির
ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স (সিএমআরআর) বিভাগকে
দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই এ
বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন