বাজেটে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের উপর কর রেয়াত সুবিধা থাকতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভের উপর কর রেয়াত সুবিধার ঘোষণা থাকতে পারে বাজেটে। এমন খবরে গত কয়েকদিন ধরে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বাড়ছে।
বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লাভের উপর ১০ শতাংশ হারে কর দিতে হয়। এক্ষেত্রে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ করলে লাভের উপর একই হারে কর দিতে হতো। আসন্ন বাজেটে মিউচ্যুয়াল ফান্ডের উপর কর রেয়াত সুবিধা ঘোষণা করা হলে মিউচ্যুয়াল ফান্ডে লাভের উপর কোন কর দিতে হবে না।
সূত্রটি জানায়, মিউচ্যুয়াল ফান্ড খাতে চাঙ্গাভাব ফিরিয়ে আনার লক্ষ্যেই সরকার বাজেটে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের উপর কর রেয়াত সুবিধা ঘোষণা করতে পারে। এরফলে মিউচ্যুয়াল ফান্ডের দর বাড়বে এবং এখাতে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে এগিয়ে আসবে। এতে বাজারে অধিক সংখ্যক মিউচ্যুয়াল ফান্ডের যোগান আসবে। আর মিউচ্যুয়াল ফান্ডের যোগান বাড়লে তালিকাভুক্ত কোম্পানির কম পিই’র শেয়ারের অবস্থান আরো ভালো হবে। কারণ মিউচ্যুয়াল ফান্ডের অর্থ সব সময় কম পিই’র শেয়ারে বিনিয়োগ করা হয়। এতে কম পিই’র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইন্সুরেন্সখাতের কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা তৈরী হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন