ফারইস্ট ফাইন্যান্সের আইপিও অনুমোদন
শনিবার, ১ জুন, ২০১৩
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে। বিএসইসি’র ৪৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে শেয়ারবাজারে ৪ কোটি ৫০ লাখ ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে (প্রিমিয়াম ছাড়া) ১০ টাকা।আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা মূলধন বৃদ্ধি এবং তারল্য অবস্থা শক্তিশালীকরণ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।৩১ জুন ২০১১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফারইস্ট ফাইন্যান্সের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ১৫.০৬ টাকা (রিভেলুয়েশন রিজার্ভসহ) এবং শেয়ারপ্রতি আয় ১.০৪ টাকা। ফারইস্ট ফাইন্যান্সের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে পালন করছে গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Tags:
IPO
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন