দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহজুড়ে সূচক সামান্য বাড়ালেও লেনদেনের পরিমাণ কমেছে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৩ দশমিক ১৮ পয়েন্ট এবং লেনদেন কমেছে ১৪ দশমিক ৩৮ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে সূচক ২৩৪ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে ২ কোটি ৪০ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৩ হাজার ৯৭৪ দশমিক ১৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১০০ দশমিক ৫১ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১২৬ দশমিক ৩৬ পয়েন্ট বা ৩ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে, ডিএসই’র ডিএসইএক্স সূচকও বেড়েছে ১১৫ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৯ দশমিক ২২ পয়েন্ট।
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল ৭ হাজার ৪১০ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৬৪৪ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ১৬ শতাংশ।
গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক বেড়েছে।এছাড়া বেড়েছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ১৪ দশমিক ৩৮ শতাংশ। লেনদেন হয়েছে মোট এক হাজার ৪৮৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ৮৬০ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৭৪০ কোটি ৩ লাখ ৭২ হাজার ৩৫৩ টাকা।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসই’র ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত ছিল ১০টির দাম।লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ৭৬টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন