প্রশাসন থেকে মালিকানা পৃথকিকরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) স্কিম বাস্তবায়নের লক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের আর্থিক মূল্যায়ন রিপোর্ট এবং সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়নের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিষ্ঠার পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সম্পদ ও দায়ের পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির মতোই স্টক এক্সচেঞ্জেরও প্রথম প্রান্তিক আর্থিক হিসাব পর্যন্ত সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন করতে হবে।
গত ২৮ মে দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠনো বিএসইস‘র পরিচালক মনসুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট-২০১৩ অনুসারে কমিশন স্টক এক্সচেঞ্জের সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের জন্য ৩১ মার্চ ২০১৩ অবধি তারিখ নির্ধারণ করেছে।
ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্টের ৫(চ) ধারা অনুসারে এ তারিখ ধরে স্টক এক্সচেঞ্জের আর্থিক মূল্যায়ন রিপোর্ট এবং ৫(ছ) ধারা অনুসারে সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন করতে হবে।
এ ছাড়া ডিএসই’র কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ডিএসইর আবেদন অনুসারে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজিকে সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্টের ৫(ছ) ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট-২০১৩ অনুসারে স্টক এক্সচেঞ্জ এখন মুনাফাভিত্তিক কোম্পানিতে রূপান্তরিত হবে। ফলে লাভ-ক্ষতি নির্ধারণের জন্য সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন প্রয়োজন।
আইনের ৫(চ) ধারায় বলা আছে, কমিশনের নির্ধারিত যে কোনো তারিখে এক্সচেঞ্জের আর্থিক মূল্যায়ন প্রতিবেদন যা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ডিসকাউন্ট, এন্টারপ্রাইজ ভ্যালু, সদস্যদের সম্মিলিত মূলধনের নিট সম্পদমূল্য এবং ভবিষ্যতে আয়ের বর্তমান মূল্যের সংমিশ্রণ অথবা কমিশনের কাছে গ্রহণযোগ্য যে কোনো আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি অনুসারে, কমিশনের নিবন্ধিত কোনো মার্চেন্ট ব্যাংকার অথবা বিদেশি ইনভেস্টমেন্ট ব্যাংক দিয়ে প্রস্তুত করতে হবে।
এ ছাড়া আইনের ৫(ছ) ধারার বলা আছে, ‘কমিশনের নির্ধারিত যে কোনো তারিখে অনুমোদিত কোনো নিরীক্ষকের প্রস্তুতকৃত এক্সচেঞ্জের দায় ও সম্পদের পুনর্মূল্যায়ন এবং তার ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারের সংখ্যা নির্ধারণ করতে হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন