পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২ জুন রোববার এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৯ মে সকাল ১০টায়, বাগেরহাট ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, যথাযথ পরিবেশ ও পরিস্থিতি না থাকার কারণে সভাটি স্থগিত করা হয়।
তবে কোম্পানির এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, মেঘনা সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। অর্থাৎ বিনিয়োগকারী প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ দশমিক ৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন