শর্টসেলের দ্বায়ে ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের
শেয়ার শর্টসেল করায় তিন ব্রোকারকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির
৫০১তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ
আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই
সদস্য-১৪) গত ১৪ মে প্রাইম টেক্সটাইল লিমিটেডের ৪ হাজার শেয়ার শর্টসেল করে। একই
তারিখে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ২ হাজার শেয়ার ও অগ্নি সিস্টেম লিমিটেডের ৫০০টি
শেয়ার এবং দেশবন্ধুর ২ হাজার শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল)
রেগুলেশন, ২০০৬-এর
রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।
গত ১২ মে তামহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই
সদস্য-৮১) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ হাজার শেয়ার শর্টসেল করে করার
মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।
গত ২২ মে পাইওনিয়ার শেয়ার অ্যান্ড
সিকিউরিটিজ লিমিটেড (সিএসই সদস্য-৩৪) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
লিমিটেডের ২ হাজার ৫০০টি শেয়ার শর্টসেল করার মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (শর্টসেল)
রেগুলেশন, ২০০৫-এর
রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে। আর এ কারণে
নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক সিকিউরিটিজ হাউজকে প্রতিবার শর্টসেল করার অপরাধে ১ লাখ
টাকা করে জরিমানা করেছে।
Tags:
All,
Fine,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন