সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার বিভাগের কর্মকর্তা মো. আব্দুল মুমিন শেয়ারনিউজ২৪.কমকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।
এ কর্মকর্তা আরো জানান, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০৬ টাকা।
Tags:
All,
Dividend
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন