প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+২ বাস্তবায়ন না হওয়ার পেছনে ১৩টি ব্রোকারেজ হাউজের অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া বাধা হিসেবে কাজ করছে। এ অবস্থায় ১৩টি ব্রোকারেজ হাউজে প্রক্রিয়াটি সম্পন্ন হলে ডিএসইতে টি+২ চালু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার আওতাভুক্ত না হওয়ার কারণে টি+২ প্রক্রিয়া বাস্তবায়নে সময়ক্ষেপণ হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই পরিপ্রেক্ষিতে ডিএসই এসব হাউজে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে এ অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি হাউজ এ প্রক্রিয়ার আওতাভুক্ত হয়েছে। বাকিগুলো আগামী দু’একদিনের মধ্যে এ প্রক্রিয়ার আওতায় বলে জানা গেছে।
প্রায় দুই বছর আগে শেয়ারের দর বৃদ্ধিতে কারসাজি রোধ, লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আনতে সেটেলমেন্ট সাইকেল কমানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। যার পরিপ্রেক্ষিতে ২০১১ সালের অক্টোবর মাসে বিএসইসির ৪০৩তম নিয়মিত কমিশন সভায় সেটেলমেন্ট সাইকেল কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওই মাসেই বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে টি+২ পদ্ধতি দ্রুত চালুর জন্য একটি চিঠি ইস্যু করে। পরবর্তীতে ওই বছরের নভেম্বর ডিএসই শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময়সীমা পরিবর্তনের জন্য সেটেলমেন্ট রেগুলেশনে সংশোধন এনে বিএসইসিতে জমা দেয়। পরে বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে সংশোধিত রেগুলেশনটি অনুমোদন দেয়।
এর দুই বছর পর অর্থাৎ চলতি বছরের ৩ নভেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা চালু করলেও ডিএসই এখনো তা করতে পারেনি।
এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা শেয়ারনিউজ২৪ডটকমকে বলেন, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার বাইরে রয়েছে। দ্রুত এ হাউজগুলোকে অটো ডেবিট প্রক্রিয়ায় আনা হবে। গত ২৮ নভেম্বর ডিএসই বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর হাউজগুলোকে ৮ ডিসেম্বরের মধ্যে অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, লেনদেন নিষ্পত্তির সময়সীমা অনুমোদনের জন্য ডিএসইর আগামী বোর্ড সভায় তোলা হবে। ডিএসইর বোর্ড সভায় অনুমোদন হলে বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর বিএসইসি অনুমোদনের ওপর নির্ভর করবে ডিএসইর লেনদেন নিষ্পত্তির সময়সীমা (টি+২) বাস্তবায়ন।
উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রেগুলেশনস ১৯৯৮-এর বিধি ৮ সংশোধনের জন্য বিএসইসির কাছে লিখিতভাবে অনুমোদন চায় ডিএসই। এক্ষেত্রে ‘এ’ ‘বি’ ‘জি’ এবং ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমানোর প্রস্তাব করা হয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন