বৃহস্পতিবার ব্যাংক খোলা

১১/১২/২০১৩ ১১:৫৮:০০ PM |
বাংলাদেশ ব্যাংকসহ  বৃহস্পতিবার খোলা থাকবেসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক পঞ্জিকায় (ক্যালেন্ডার) ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ঘোষনা করা হলেও তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 
আশুরা উপলক্ষ্যে শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বছরের শুরুতে ব্যাংকের ছুটির দিনগুলো নির্ধারণ করে একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) প্রকাশ করে থাকে। তাতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার আশুরা উপলক্ষ্যে ছুটি উল্লেখ করা হয়।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ১৫ নভেম্বর শুক্রবার আশুরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সার্কুলারে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আশুরা উপলক্ষ্যে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। 
১৮৮১ সালের নেগোসিয়েবল ইনষ্ট্রুমেন্ট এ্যাক্ট এর ২৫ ধারা অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে।


Read more…

৫৩০০ টাকা ‘মেনে নিচ্ছে’ মালিকপক্ষ

১১/১২/২০১৩ ১১:৫৫:০০ PM |

বিজিএমইএর এই পরিচালক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাবার প্রক্রিয়া চলছে। তবে মালিকদের কিছু শর্তও থাকবে। ২০ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।”
গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের সভায় ভোটাভুটিতে ওই ন্যূনতম মজুরির প্রস্তাব পাস হওয়ার পর গার্মেন্ট মালিকদের প্রতিনিধিরা সভা ছেড়ে বেরিয়ে যান। 
পরে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের ওই অর্থ দেয়ার সামর্থ্য বাংলাদেশের পোশাক খাতের নেই।
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত এই বোর্ডে আরশাদ জামাল ছাড়াও মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসাবে রয়েছেন কাজী সাইফুদ্দীন আহমদ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধি হিসাবে রয়েছেন সিরাজুল ইসলাম ও ফজলুল হক।
সাবেক জেলা জজ এ কে রায়ের নেতৃত্বে এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন।
আরশাদ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে কারখানা মালিকরা নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য কয়েক মাস সময় পেয়েছেন। এ বিষয়ে আমরা একটি অভিযোগপত্র জমা দেব।”
তবে সরকার ‘চাপ দিলে’ অবিলম্বে নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন শুরু হতে পারে বলেও তিনি ইংগিত দেন।
কারখানা মালিকদের এই নেতা জানান, ন্যূনতম মজুরির ওই কাঠামো মেনে নেয়ার বিষয়টি ছাড়াও শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) বিষয়টি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। 
তাছাড়া শ্রমিকদের ছুটির হিসাবও নতুন একটি কাঠামোয় আনার কথা ভাবা হচ্ছে বলে জানান বিজিএমইএর এই পরিচালক।
তিনি বলেন, “কিছু নির্দিষ্ট দিনে কারখানা চালু রাখা নিয়ে অনেক সময় মালিক-শ্রমিক বিরোধ দেখা দেয়। এ বিতর্কেরও অবসান ঘটানো হবে।”  
প্রস্তাবিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির মধ্যে মূল বেতন ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।
এছাড়া ১ হাজার ২৮০ টাকা বাড়ি ভাড়া, ৩২০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাদ্য ভর্তুকি বাবদ ৩০০ টাকা ধরা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব মেনে নেয়ার খবরে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যদি মেনে নেন তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাব। শ্রমিকরাও এ শিল্পের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।”
বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিরা ৫ হাজার ৩০০ টাকার প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এখনো কিছু সংগঠন আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে  সিরাজুল ইসলাম বলেন, “মালিকপক্ষ প্রস্তাব মেনে নিলে একটি দুটি সংগঠন যারা এখনো আন্দোলনে আছে- তারাও তাদের অবস্থান থেকে সরে আসবে বলেই আমার বিশ্বাস।”
এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়।
সাধারণত ৫ বছর পর পর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার নিয়ম থাকলেও বাংলাদেশে কখনোই তা ঠিকভাবে অনুসরণ করা হয়নি।
প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের প্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
এই প্রেক্ষাপটে গত জুনে পোশাক খাতের বেতন পুননির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ২৪ জুন এ বিষয়ে গেজেট জারি হয়।
Read more…

পদ্মা ওয়েলের ১০০% ডিভিডেন্ড ঘোষণা

১১/১২/২০১৩ ১১:৪৪:০০ PM |
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পদ্মা ওয়েল ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি কর্তৃপক্ষ ৯০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকার কাছাকাছি। 
আগামি ১৫ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগের বছর কোম্পানিটি ৬৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Read more…

IPO RESULT: Appollo Ispat Complex Limited

১১/০৮/২০১৩ ০১:৪৫:০০ PM |
Read more…

সাধারণ শেয়ার ইস্সু করবে একটিভ ফাইন কেমিক্যালস

১১/০৬/২০১৩ ১০:৪৫:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ শেয়ার ইস্যু করা হবে এবং কৌশলগত বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এর দর নির্ধারণ করা হবে। এ শেয়ার ছাড়ার ফলে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে। পাশাপাশি কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এসব শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যুর বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির জন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।


Read more…

প্রকাশিত সংবাদ সম্পর্কে তাল্লু স্পিনিং মিলের ব্যাখ্যা

১১/০৬/২০১৩ ১০:৩৯:০০ PM |
শেয়ারনিউজে গত ২৬ অক্টোবর তারিখে প্রকাশিত “শেয়ার দর ধরে রাখার জন্য কৃত্রিম মূল্য সংবেদনশীল তথ্য” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদান করেছে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ব্যাখ্যায় কোম্পানি কর্তৃপক্ষ জানায়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ধরে রাখার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে না। শুধুমাত্র কোম্পানি আর্থিক বিবরণ উপর ভিত্তি করেই মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে এবং সব সময় বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি যত্নবান থাকেন।” 

ব্যাখ্যায় বলা হয়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড একটি পুরাতন ও অত্যন্ত স্বনামধন্য সুতা তৈরীর মিল যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়। তালিকাভ’ক্তির পর থেকে অদ্যাবধি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ডিএসই, সিএসই এর প্রত্যেকটি নিয়ম-কানুন, অর্ডার যথাযথভাবে পরিপালন করে আসছে। বার্ষিক প্রতিবেদন, অর্ধবার্ষিক প্রতিবেদন ও কোয়ার্টারলি প্রতিবেদন বা অন্য কোন বিষয়ে নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি এবং ডিএসই, কখনও কোন আপত্তি করেনি।” 

“তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০১২ সালে বিএসইসি এর সকল নিয়ম মান্য করে ২আর:১ রাইট শেয়ার অনুমোদন করায় ২টি বানিজ্যিক ব্যাংকে ৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করে তা বিএসইসি-কে ২৯ই অক্টোবর, ২০১২ইং তারিখে অবহিত করে।”

উল্লেখ্য, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের কারখানা ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। এর মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬ লাখ ২০ হাজার। এরমধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৮৬ শতাংশ শেয়ার।
Read more…

অ্যাপোলো ইস্পাতের লটারি বৃহস্পতিবার

১১/০৬/২০১৩ ১০:৩৪:০০ PM |
প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা সংগ্রহ শেষে আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার অ্যাপোলো ইস্পাতের লটারি অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ওই দিন সকাল ১০টায়, রাজধানীর রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে এ লটারির ড্র অনুষ্ঠিত হবে।

অ্যাপোলো ইস্পাতের আইপিওতে মোট ২.২৭ গুন আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২.৯ গুন, ক্ষতিগ্রস্ত সবাই এক লট করে পাবে (মাল্টিপাল অ্যাপ্লাইয়ার ২.২ গুন), প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ১.৫ গুন, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ গুন আবেদন জমা পড়েছে।

অ্যাপোলো ইস্পাত আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহের জন্য ১০ কোটি শেয়ার ছেড়েছে। এ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকা। এ প্রতিষ্ঠানটির ২০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৯ অক্টোবর পর্যন্ত।

আইপিও থেকে সংগৃহীত অর্থ কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২.৫৯ টাকা। 

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Read more…

ADS